ঝিনাইদহে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় স্থানীয় শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এদিকে দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের র্যালি পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শুরু করে মুজিব চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে জেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগেলোর সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ