দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে ঢল নামে মানুষের।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে দিনাজপুর জেলায় প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালনের শেষদিন ২৫ মার্চ জেলার গোর-এ শহীদ বড় ময়দানে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, সিভিল সার্জন ডা. মওলা বক্স চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় এ বি ও সি গ্রুপে বিভক্ত তিনটি গ্রুপে ২৫টি ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন হুইপ ইকবালুর রহিম।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/আরাফাত