লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপিসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
আজ সকালে শহীদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, স্কুল কলেজসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমী মাঠে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা পরিষদের চেয়াম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, পৌর আহবায়ক জামশেদ কবির বাক্কিবিল্লাহ্ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ