স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সর্বস্তুরের মানুষ। নগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।
ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সকালে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে শিক্ষার্থীরা পরিবেশন করে কুচকাওয়াজ। এত উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ