ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাষ্টার এলাকায় আর এস টাওয়ারে অবৈধ গ্যাস সংযোগ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ভালুকা থানা পুলিশ। এ ঘটনায় ভবন মালিক আব্দুর রাজ্জাক ঢালীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে এসআই কাজল হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক ওই ভবনে অবৈধ গ্যাস সংযোগের কথা স্বীকার করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় জুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীর মালিকানাধীন ৬ তলা ভবনের আর এস টাওয়ারের ৩য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাওহীদুল ইসলাম তপু (২৪) নিহত হয়। এছাড়াও আহত হয় শাহিন মিয়া (২২), হাফিজুর রহমান (২৫) এবং দীপ্ত সরকার (২৩)। হতাহতরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় স্কয়ার ফ্যাশন টেক্সষ্টাইল মিলে ইন্টার্ণী করতে এসে গত ১০ মার্চ ওই বাসা ভাড়া নেন। ওই বাড়ি থেকে রবিবার সকালে পুলিশ তপুর লাশ উদ্ধার করে। ঘটনার পর পরেই বাড়ির মালিক ঝুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার