মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ সোমবার বেলা ১১ টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:)মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২ টা এক মিনিটে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পূস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ,জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খানের নেতৃত্বে পুলিশ প্রশাসন। এর পর বঙ্গবন্ধু পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা,টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামলীগ, পৌর-আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান