নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পাঞ্জলি অর্পণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ সরকারী কর্মকর্তারা।
পরে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগি সংগঠনসমূহের নেতৃবৃন্দকে নিয়ে জাতিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শফিকুল ইসলাম শিমুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
সজ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী প্রমুখ।
এদিকে নাটোরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা করেছে বিএনপি। দুপুরে আলাইপুরের দলীয় কার্যালয়ে এ সভা করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু। এতে জেলা বিএনপিসহ অঙ্গসঙগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নাটোরের বড়াইগ্রামে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়
সিংড়ায় নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, স্থানীয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
লালপুরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন নাটের-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান