সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে দু'পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আজ দুপুরে বেলকুচি উপজেলার চন্দনগাতী কালীবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চন্দনগাতী কালীবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুনকে সিরাজগঞ্জ জেনারেল হানপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় পুলিশ উপজেলার নিহতের ভাই আব্দুল মমিন ওরফে লাল চাঁন ও তার ছেলে হামিদুল ইসলামকে আটক করেছে ।
বেলকুচি থানার অফিসার সাজ্জাদ হোসেন জানান, চন্দনগাতী কালীবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের সাথে তার ভাই লাল চাঁনের বিরোধ চলছিল। এনিয়ে দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত ও তার স্ত্রী আলেয়া খাতুনসহ ৫ জন আহত হয়। সংবদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সাথে জড়িত পিতা-পুত্রকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার