স্বাধীনতা দিবসে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশাল শোডাউন করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বিকেল থেকে বিভিন্ন ইউনিয়ন ও হাতিয়ার পৌর এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। বিকেলে ২০ সহস্রাদিক নেতাকর্মী মিছিল নিয়ে উপজেলা সদরের চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হয়।
বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালি উল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মোস্তফা আলী দুলালের ছোট ভাই হাতিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ আলী রাতুন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম উদ্দিন, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদ, চরঈশ্বরের চেয়ারম্যান আবদুল হালিম আজাদ, চর আমান উল্লাহ চেয়ারম্যান কামাল উদ্দিন, জাহামার উউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম রাজু, নাছিমা খানক, জিয়া উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভায় মাহমুদ আলী রাতুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী, জঙ্গি, সন্ত্রাসী ও তাদের মদত দাতাদেরকে প্রতিহত করার আহ্বান জানান। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার