ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার গাজীপুরের একটি রিসোর্টে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুরবাসী সংবাদকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন সকলের সম্মতিতে ফোরামের কমিটিও গঠন করা হয়েছে।
কমিটিতে চ্যানেল টুয়ান্টিফোরের ফোরের ফয়সাল আলম সভাপতি ও দিনকালের রাশেদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আনিসুর রহমান তপন (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক মাসুদ আলম (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্ (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক ফয়সাল খান (যায়যায়দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুন্নাহার শোভা (ফিনানন্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক এসএম নুর মোহাম্মদ (আমাদের অর্থনীতি), কার্য নির্বাহি সদস্য সাইফুল ইসলাম শুভ (সরাসরি), ফজলুল হক মৃধা (জাগোনিউজ ২৪ ডট কম), মাহমুদুল হাসান (পরিবর্তন ডট কম), আনিসুর রহমান (আমাদের সময় ডট কম), আসাদুল্লাহ লায়ন (বিডিমর্নিং ডট কম)।
এ সময় উপস্থিত ছিলেন, বাসসের সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, ইত্তেফাকের আল মামুন, ইকবাল হাসান কাজল প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান