মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন মুক্তিযোদ্ধাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। আজ তাদের জন্য বিশেষ খাবারের আয়োজনসহ সম্মাননা স্বরূপ লাল-সবুজ রঙের পাঞ্জাবি উপহার দেয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন মুক্তিযোদ্ধারা হলেন, হাজী শামছুল হক, জজ মিয়া ও রাখাল চন্দ্র নাহা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ, ডেপুটি জেলার মাজাহারুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার