মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কক্সবাজারের উখিয়া কলেজ ও টেকনাফ ডিগ্রি কলেজে নবনির্মিত নান্দনিক শহীদ মিনার উদ্বোধন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
টেকনাফ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুর রহমান বদি ও উখিয়া কলেজে সাংসদের পক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় এমপি বদি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের বিরুদ্ধে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে ৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এম.এ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,সাধারন মো. আলম বাহাদুর টেকনাফ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার