মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে নোয়াখালীর প্রধান বানিজ্যিক নগরী চৌমুহনীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ।
বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আ’লীগ ছাত্রলীগ যুবলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী চৌমুহনী মদন মোহন স্কুলের মাঠে সমবেত হয়। সাড়ে ১১টায় র্যালীটি শুরু হয়ে চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনী পাবলিক হলে এসে শহীদ বেদিতে ফুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ সভাপতি আজিজুল বাশার সপন, বেগমগঞ্জ উপজেলা ছাত্র কল্যান পরিষদের সমন্বয়ক দেলোয়ার হোসেন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন প্রমূখ। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান