ঝালকাঠিতে নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ঝালকাঠির রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব বিএইচ হারুন এমপি। সকাল ৮টায় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্যতা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি হারুন।
অপরদিকে, ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় কর্মসূচির সাথে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ, সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. ঘামিদুল হক ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও পুলিশ আনসারসহ সামাজিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
ঝালকাঠি আদালতের বিচারক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী আরও নানা কর্মসূচির আয়োজন করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার