গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় মাল বোঝাই একটি ট্রাকের চাপায় এক বাস চালক নিহত হয়েছেন। তার নাম লিটন হাওলাদার, বয়স ৩৫ বছর। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান বলেন, নাওজোর এলাকায় ছালছাবিল পরিবহনের বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে পরিষ্কার করছিলো চালক লিটন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যায়।
পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার ওই ট্রাকটি আটক করা গেলেও চালককে পালিয়ে গেছে।
নিহত লিটন হাওলাদার ঢাকার কেরানীগঞ্জের তেগুড়া এলাকার মৃত মালেক হাওলাদারের ছেলে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ