নীলফামারীর সৈয়দপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শহরের দিনাজপুর সড়কের 'রুবেল বোর্ডিং' নামের ওই হোটেল থেকে আজ ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বলে জানা যায়।
সূত্রে জানা যায়, টহল পুলিশের বিশেষ অভিযান টিম ওই আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে রেজিস্টার খাতায় নাম নেই বোর্ডিংয়ে অবস্থান করছে এমন ১০ সন্দেহভাজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ওই আবাসিক হোটেলের ম্যানেজারকে ধরার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার