গাজীপুরের টঙ্গীতে এক রিকশাচালককে হত্যার দায়ে আরেক রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশি টাঙ্গাইলের বাসাইল থানার করাতীপাড়া এলাকার সন্তোষ রাজবংশির ছেলে। নিহত অজয় চন্দ্র দাস নেত্রকোনার মোহনগঞ্জ থানার রানাহিজল এলাকার মৃত. বুদু চন্দ্র দাসের ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
বিডি প্রতিদিন/এ মজুমদার