সিরাজগঞ্জের চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধে মাত্র ১০ দিনের ব্যবধানে ফের ধস নেমেছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মধ্য খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধসে প্রায় ২৫ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। বর্ষা শুরুর আগেই ধস নামতে শুরু করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ধস ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাউবো সূত্রে জানা যায়, চৌহালী উপজেলা সদর রক্ষায় ৭ কি.মি. দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। গত বছরের বন্যায় বাঁধটির ১৫টি পয়েন্ট ধস নেমে প্রায় দেড় কিলোমিটার অংশ বিলীন হয়ে যায়। ভাঙ্গন অংশগুলোতে এখনো মেরামত কাজ শুরু হয়নি।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/হিমেল