যশোরের শিকারপুর সীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ মিঠু দফাদার (৩০) নামে একজন ভারতীয় সোনা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির উপ অধিনায়ক নজরুল ইসলাম সোনার বারসহ ওই ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০ টার সময় সোনার বারসহ মিঠুকে আটক করে বিজিবি। আটক মিঠু ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে।
তিনি অারও জানান, বিজিব গোপন সূত্রে জানতে পারে শিকারপুর সীমান্তের এম পি ২৮/৬ এস পিলারের ১০০ গজ এর মধ্য দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিজিবির কমান্ডার হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ৩২ পিস সোনার বারসহ মিঠুকে আটক করে।
আটক সোনার ওজন ৩ কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৭ হাজার টাকা। উদ্ধারকৃত সোনাসহ মিঠুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ