নেত্রকোনা জেলা প্রেসক্লাবে শুরু হয়েছে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আজ থেকে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু করেছে। বুধবার সাকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ সভাপতি হায়দার জাহান চৌধুরী ও সম্পাদক শ্যামলেন্দু পাল।
উদ্বোধন শেষে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। পরে সাংবাদিকতার কৌশল ও ধারণা সম্পর্কে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল