গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী ও বামনডাঙ্গা ইউনিয়নের প্যাটকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পলাশবাড়ি উপজেলার পূর্ব নয়নপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪০), সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ গ্রামের শহিদুল ইসলামের ছেলে কবির হোসেন (২২) ও একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের প্যাটকাপাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম