র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। আজ সকালে নওগাঁ শহরের জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুরাতন কালেকটরেট ভবনে এসে শেষ হয়। পরে কালেকটরেট ভবন চত্বরের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির পরিচালক আবদুল আজিজ ভুইয়া, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা দূনীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কায়েস উদ্দীন, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মস্থাকর্তনীা মুসতানজিদা পারভীন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল