ভ্রমণকাহিনী লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোর এর রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু।
বিপিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর্যটন স্থানগুলো তুলে ধরতে ভ্রমণকাহিনী লেখা প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে ছিল- বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’। প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থান, পাহাড়-পর্বত, দ্বীপাঞ্চল, জলাশয়, বনাঞ্চলসহ বাংলাদেশের যে কোনও ভ্রমণ স্থান নিয়ে লেখা ।
এ প্রতিযোগিতায় সারা দেশের অনেক দক্ষ অভিজ্ঞ লেখক অংশ নেন। দেশের হাজারো প্রতিযোগির মধ্যে রাঙামাটির মুমু’র ‘সবুজ পাহাড়ে মেঘের রাজ্য রাঙামাটি’ শিরোনামের লেখাটি প্রথমস্থান অধিকার করে। তার লেখা ও ছবি প্রকাশিত হয় ঘুরবোর বিশেষ পেজে। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি জিতে নিয়েছেন-সর্বোচ্চ পুরস্কার কক্সবাজারে যাতায়াতের এয়ার টিকিটসহ ওশ্যান প্যারাডাইসে ৩ দিন ২ রাত থাকার সুযোগ।
এ ব্যাপারে সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, ভ্রমনকাহিনী ও সম্ভাব্য পর্যটন স্পর্ট নিয়ে নিয়ে লেখা-লেখি করার অভ্যাস আমার অনেক পুরোনো। আমার প্রিয় প্রতিষ্ঠান- ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় এসব বিষয়ে আমার অনেক অনেক ফিচার প্রকাশ হয়েছিল। সে আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’ ব্লগে লেখা প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছিনা সারা বাংলাদেশের প্রতিযোগিদের মধ্যে আমি প্রথম হয়েছি। আমার সাংবাদিকতার ১১ বছরের জীবনে এটা আমার বড় অর্জন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২৯ আগষ্ট বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও বেসরকারি ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ঘুরবো ডটকম’ ‘সারা দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা জায়গাগুলোর খবর জানাতে আয়োজন করেছিল ‘লিখবো আমি ঘুরবে সবাই” শিরোনামে প্রতিযোগিতা কথা।
বিডিপ্রতিদিন/ ই জাহান