কুমিল্লায় গোমতী নদী থেকে ধরা পড়লো ২৭কেজি ওজনের বাগাইড় মাছ। জেলে মাছটি নগরীর রাজগঞ্জে নিয়ে আসলে ক্রেতাদের ভিড় জমে যায়। কম পানির গোমতী নদীতে মাছটি ধরা পড়ায় বিস্মিত সবাই।
মাছের ক্রেতা নাট্যকার শাহজাহান চৌধুরী জানান, ২৭কেজি ওজনের বাগাইড় মাছ কিনতে ক্রেতারা ভিড় করে। প্রতি কেজি মাছ বিক্রি হয় বাইশ শ' টাকা ধরে।
আদর্শ সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গোমতী নদীর নিচু এলাকা দাউদকান্দির দিক থেকে মাছটি উঠে এসেছে। বাগাইড় সুস্বাদু, তাই এর চাহিদাও বেশি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন