জুয়া খেলার সময় দিনাজপুরের বীরগঞ্জে ৮জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটকরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মোঃ আবুল কালাম সর্দারের ছেলে মোঃ জাকির হোসেন (৩৮), দিনাজপুরের কাহারোলের মুকুন্দপুর ইউপি’র ডহন্ডা গ্রামের মৃত সমারু মোহাম্মদের ছেলে অহেদ আলী (৬০), একই জেলার বীরগঞ্জ শহরের আরিফ বাজার এলাকার মনছুর আলমের ছেলে মোঃ আমীন (৩৫), উত্তর সুজালপুর গ্রামের মৃত মোঃ মোজাফ্ফ আলীর ছেলে মোঃ তানু (৪২), সুজালপুর ইউপি’র কোমরপুর গ্রামের মৃত বীরেন্দ্র নাথ রায়ের ছেলে পঞ্চানন রায় (৪০), একই এলাকার বড় বোচাপুকুর গ্রামের মৃত কেশর চন্দ্র রায়ের ছেলে নরেশ চন্দ্র রায় (৪৪), জগদল গ্রামের মৃত দিলিপ চন্দ্র রায়ের ছেলে সুবাশ চন্দ্র রায় (৩৭), বোয়ালমারী গ্রামের মৃত নীলকান্ত বর্মনের ছেলে লক্ষণ বর্মন (৪০)।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বীরগঞ্জ শহরের টাংকলড়ি শ্রমিক অফিস সংলগ্ন একটি মিল চাতালে প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার এসআই প্রাণকৃষ্ণ দেব নাথ জানান, বীরগঞ্জ শহরের ৯নং ওয়ার্ডে মোঃ ফারুক হোসেনের মিল চাতালে প্রকাশ্যে জুয়া খেলা চলছে এমন সংবাদে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮জুয়াড়িকে আটক করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন