দিনাজপুরের বীরগঞ্জে দুটি দোকানের মালামাল আগুনে পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। মঙ্গলবার দিবাগত মধ্য রাত ৩টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টায় গোলাপগঞ্জ বাজারের বাসিন্দা ডিশ লাইন ব্যবসায়ী প্রতিচ্ছবি ক্যাবল নেটওর্য়াকের মালিক মো. হুমায়ুন কবিরের ডিশ লাইনের অফিস এবং একই এলাকার ক্রোকারিজ ব্যবসায়ী মো. আব্দুল মান্নানের ক্রোকারিজ দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মালামালসহ দুটি দোকান পুড়ে যায়। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক মো. আব্দুল মান্নান জানান, দোকানে নগদ সাড়ে ৬ হাজার টাকা এবং আনুমানিক ২০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গভীর রাতে হওয়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার অনেক পরে এলাকাবাসী টের পেয়েছে। এ কারণে অগ্নিনির্বাপক দলকে সংবাদ দেওয়ার আগেই দ্রুত সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনিও দাবি করেন।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম