দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্যার সভাপতিত্বে বুধবার সকালে মানববন্ধন ও নোয়াখালীর জিলা স্কুল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ তালেবুর রহমান, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক কর্মকর্তা ও কর্মচারী সহ সকলকে দুর্নীতি মুক্ত অফিস ও সমাজ গঠনের জন্য আহবান জানান।
বিডিপ্রতিদিন/ ই জাহান