নাটোরের সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার রাতে সর্বাধিক কর্মতৎপরতার কারণে ডিসেম্বর মাসের বেস্ট অফিসার এসআই সাজ্জাদুল ইসলাম, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেস্ট অফিসার এএসআই সেলিম রেজা ও সেরা তদন্ত অফিসার হিসেবে এসআই মাসুদ রানাকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এসআই খাইরুজ্জামানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন