টাঙ্গাইলের মধুপুরে গারো পল্লীতে শিশু (১১) ধর্ষণের ঘটনায় প্রশান রেমা (২৮) নামে ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটি দায়ের করেন নিপীরণের শিকার শিশুটির মা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামি প্রশানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার