রংপুরের মিঠাপুকুরে প্রাইভেটকার দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন প্রাইভেটকারের চালক মোস্তাফিজার রহমান ফিজার(৪৫) ও একই এলাকার বাসিন্দা আলেফ উদ্দিন(৬৫)। নিহত মোস্তাফিজার দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন।
সোমবার সকালে উপজেলার ফকিরেরহাট সংলগ্ন গিলাঝুঁকি এলাকায় মিঠাপুকুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোজাম্মেল জানান, সকাল সাড়ে আটটার দিকে মিঠাপুকুরের ছড়ান এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে কার চালিয়ে রংপুর শহরে যাচ্ছিলেন মোস্তাফিজার। গিলাঝুঁকি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে কারসহ সড়কের পাশে চেয়ারে বসে থাকা আলেফ উদ্দিনের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
স্থানীয় সংসদ সদস্য এই এন আশিকুর রহমান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীধ ঘটনাস্থলে যান। এসময় নিহতদের স্বজনরা অনুরোধ করলে ময়নাতদন্ত ছাড়াই দুই জনের লাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর