নওগাঁর পত্নীতলায় নির্মাণাধীন ঈদগাহের মিনার ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম গয়ের আলী, বয়স ৬০ বছর। এ সময় গুরুতর আহত হয়েছে আরতী (৪৫) নামে এক নারী শ্রমিক। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাৎ ঈদগাহের মিনার ভেঙে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর গায়ের ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও ঘটনাস্থলেই গয়ের আলীর মৃত্যু হয়। আরতীকে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গয়ের আলী উপজেলার অর্জনপুর গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ