চুয়াডাঙ্গায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকার একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। এছাড়া নকল সন্দেহে একই প্রতিষ্ঠানের আট বস্তা বাংলা টিএসপি সার জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, একটি প্রতিষ্ঠানে এক হাজার ৩৫০ টাকার টিএসপি সার এক হাজার ৮৫০ টাকা ও এক হাজার ৩৫০ টাকার বাংলা টিএসপি সার দুই হাজার ৩০০ টাকায় বিক্রির প্রমাণ মেলে। এছাড়া ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য মজুদ রাখা ছিলো। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ও ৪০ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এএ