সম্প্রতি মুম্বাইয়ে দ্য ট্রায়াল সিজন টুয়ের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানে একটা ব্ল্যাক ড্রেসে দেখা গেছে কাজলকে। সঙ্গে ছিলেন নায়ক যিশু সেনগুপ্ত। কাজলের সঙ্গে যিশু সাংবাদিক সম্মেলনে এসে বেশ কিছু ছবি তুলেছেন। কাজল বেশ কিছু ছবিতে একা ধরা দিয়েছেন।
এই সাংবাদিক সম্মেলনের পর থেকে কিছু নেটিজেন লিখেছেন, কাজল মোটা হয়ে যাওয়ার কারণে তিনি যে পোশাকটা নির্বাচন করেছিলেন, তাতে দেখতে ভালো লাগছিল না।
এক নেটিজেন লিখেছেন, ৫১ বছর বয়স হয়েছে কাজলের। তাই হাতে এবং পেটে মেদ জমার ছাপ স্পষ্ট। এ রকম অবস্থায় অন্য কোনো পোশাক বেছে নিতে পারতেন কাজল।
আরেকজন লিখেছেন, কিছুদিন আগে একটা ইভেন্টে কাজলকে শাড়িতে দেখা গেছে। সেখানে তার পিঠে মেদ জমেছে সেটি বোঝা যাচ্ছিল। হাতে মেদ জমার কারণে কাজলকে দেখতে লাগছে।
এসব মন্তব্য পড়ে কাজলের সমর্থনে কথা বলেছেন তার কিছু অনুরাগী। একজন লিখেছেন, কাজলের গুণের কোনো শেষ নেই। তিনি আগের মতোই আকর্ষণীয় আছে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে একজন নায়ক বা নায়িকার চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক ব্যাপার। তা নিয়ে কটাক্ষ করা নিম্নরুচির পরিচয় ছাড়া আর কিছু নয়।
এমন কটাক্ষের মুখে পড়লেও কাজল অবশ্য কোনও বিবৃতি দেননি। শুধু কাজল নন, বিদ্যা বালন, সোনাক্ষি সিনহা, হুমা কুরেশির মতো নায়িকাদের ওজন বেড়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কটাক্ষের মুখে পড়তে হয়। মালাইকা অরোরাকে আবার ‘বুড়ি’ বলে কটাক্ষ করা হয়েছে কিছুদিন আগে। সোশ্যাল মিডিয়ায় এমন ট্রোলিং নিয়ে আজকাল অনেক তারকা আর মাথা ঘামান না।
বিডি প্রতিদিন/কেএ