ঝিনাইদহে বাংলাদেশ কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ দুপুর ১২টায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ কৃষক লীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীয় সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি অর্থ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এম.পি, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার ৬টি উপজেলা থেকে শতশত নেতাকর্মী উপস্থিত হয়। এসময় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার কোন বিকল্প নেই। পরে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান