ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে আলী আকবর নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবর বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি এলাকার বাসিন্দা।
নবীনগর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) রাজু আহমেদ জানান, বিকেলে গোসল করতে পুকুরে যান আকবর আলী। এসময় ঝড় শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। পরে গাছটি ভেঙে তার গায়ের উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/আরাফাত