গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাসুদ শেখ (২৪) নামে এক যুবককে শনিবার রাতে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার কুঞ্জ মালঞ্চা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাসুদ একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো জানিয়ে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেদেহী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের কুঞ্জ মালঞ্চা এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার