ফরিদপুর শহরে ইজিবাইকের চাপায় আকাশ সর্দার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।
আকাশ সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ইকরাম সর্দারের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
বুধবার দুপুরে শহরের আলীপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম মন্ডল জানান, এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় আকাশকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন