রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দুইদিনে মনোনয়ন তুলেছেন ১১৭ জন পদপ্রার্থী। এতে কেন্দ্রীয় সংসদে ১৭ জন, হল সংসদে প্রায় ১০০ জন। তবে রাজনৈতিক কোন প্যানেল কিংবা আলোচিত কোন প্রার্থী এখনও মনোনয়ন তোলেনি। ছাত্রী প্রার্থী সংখ্যা হতাশাজনক। সোমবার রাকসু কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদ ও সিনেট সদস্য পদে ১০ জন এবং ১০টি আবাসিক হলে প্রায় ১০ জন মনোনয়ন তুলেছেন। ছাত্রী হলে তথ্য এখনও পাওয়া যায়নি। তবে তাদের সংখ্যা হতাশাজনক।
কমিশনের সিদ্ধান্ত অনুসারে, ২৬ আগস্ট সকাল বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ চলবে। ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশনের তথ্যমতে, দ্বিতীয়দিনে কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে আব্দুল নুর ও জুয়েল রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাহবুব আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু জোহাইর সরকার, মহিলা বিষয়ক সহ-সম্পাদক নুসরাত জাহান, নির্বাহী সদস্য পদে সজীব হোসেন, জুয়েল রানা, আব্দুল্লাহ আল মুয়াজ ও রাহুল, সিনেট সদস্য পদে জাকির হোসেন মনোনয়ন তুলেছেন।
নির্বাচন কর্মকর্তা ড. মাহমুদুল হাসান জানান, রাজনৈতিক কোন প্যানেল বা আলোচিত কোন প্রার্থী এখনও মনোনয়ন তোলেনি। স্বতন্ত্র কিছু প্রার্থী তুলছেন। তবে শেষ দিনে সকলেই তুলবেন বলে আশাবাদী তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত