বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ডা. চোপলাল ভুসাল বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বহির্বিশ্ব থেকে পণ্য আমদানি করে তা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা।
রবিবার পঞ্চগড় জেলা পরিষদের সেমিনার কক্ষে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার ব্যাবসায়ী নেতাদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত নেপালের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা পণ্য আমদানি করতে ভারতের কলকাতাসহ দুটি সমুদ্র বন্দর ব্যবহার করেন। কিন্তু ওই দুটি বন্দর দিয়ে পণ্য আমদানিতে খরচ এবং সময় অনেক বেশি লেগে যায়। এ জন্য তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করার কথা চিন্তা করছেন। এর জন্য তারা রেলপথও ব্যবহার করতে চায়।
নেপালের রাষ্ট্রদূত আরও বলেন, নৌপথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পন্য আমদানি করে সড়ক ও রেল পথে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে তা নেপালে নিয়ে যেতে পারলে খরচ সাশ্রয়ের পাশাপাশি সময়ের সাশ্রয় হবে। কারণ বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার। অন্যান্য স্থলবন্দরের থেকে যা অনেক কম।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৮/মাহবুব