বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশিদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি সাত মাথা এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ডা. নাজমুল আলম, সমাজসেবক আয়নাল হক, মোজাম্মেল হক, রেহানা খাতুন, ব্যবসায়ী রাসেল রানা, আলম, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম, বাদশা মিয়া, শাহ আলম ও শিক্ষার্থী শাহীন আলম প্রমুখ।
এ বিষয়ে ডা. নাজমুল আলম বলেন, ১১ মে সকালে আমাদের জায়গা দখল করে গোসাইবাড়ি ডিগ্রি কলেজের প্রধান ফটক নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় উক্ত কাজে বাধা দিলে কলেজের অধ্যক্ষ ও তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হামলায় লিটন, শাহীন ও বাদশা আহত হয়। এছাড়া হামলাকারীরা আমাদের কয়েকটি দোকানঘর ভাঙচুরসহ জীবননাশের হুমকি দিয়েছে। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করেছি।
উপজেলার গোসাইবাড়ি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশিদ বলেন, কলেজের জায়গাতে প্রধান ফটক নির্মাণের প্রস্তুতিকালে তারা অবৈধ ভাবে বাধা দেয়। এ বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাদের সাথে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে।
ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, এ ঘটনার কথা শুনেছি। কিন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার