বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে প্রবাসী মোবারক শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মোবারকের পাকা ভবনের জানালার গ্রীল কেটে ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে মোবারক, তার ভাসুরের মেয়ে রুকাইয়া আক্তার, শাশুড়ি, ময়ফুল বেগম এবং ছেলে মুমিনকে জিম্মি করে নগদ ১ লাখ ১৮ হাজার টাকা এবং ১৪ ভরি স্বর্ণালংকার এবং ১টি মুঠোফোন লুট করে নেয়।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার মামলা দায়েরসহ জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার