হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদপুর কারাগারের হাজতি মো. রওশন খাঁ (৫২) মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে রওশন খাঁ।
একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। তিনি জেলা কারাগরের ১৫৪৪/১৮ নম্বর হাজতি ছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রওশন। এরপরই তাকে প্রিজন সেলে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। ওই সেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম জানান, ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে রওশনের স্ত্রী লুৎফা বেগমের কাছে রওশনের মরদেহটি হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/আরাফাত