ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার জঙ্গুরদীতে পানিতে ডুবে ফাতেমা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে সে মারা যায়।
নিহত ফাতেমা জুঙ্গুরদী গ্রামের মো. লিটন মাতুব্বরের মেয়ে।
নগরকান্দা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মাতুব্বর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সকলের অগোচরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। শিশুটির পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পাননি। পরে ডোবায় শিশু ফাতেমার লাশটি ভেসে উঠলে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেবার পর চিকিৎসকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/হিমেল