ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্রগ্রামের সীতাকুন্ড পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ফেনীর ফতেপুর রেলওয়ে ওভারপাস নির্মান কাজ চলায় এই যানযাট বলে চালক ও যাত্রীরা জানান। এতে মহাভোগান্তিতে পড়েছে এই পথ দিয়ে যাতায়তকারীরা।
এদিকে যানযট নিরসনে জনভোগান্তি দূর ও বিভিন্ন দাবিতে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে চট্রগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক পরিবহন ইউনিয়ন।
আজ রবিবার দুপুরে সমিতির সদস্য সচিব মৃনাল চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেনীর ফতেপুর, মেঘনা সেতু, সীতাকুন্ডের বড় দারোগার হাট স্কেলসহ বিভিন্ন স্থানে দুঃসহ যানযট সহনীয় করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর যাবত ফেনীর ফতেপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলছে।
চট্রগ্রাম থেকে ঢাকামুখী গাড়ির চালকরা জানান, আজ দুই দিন ধরে রাস্তায় পড়ে আছি। তাদের খাওয়া নেই বললেই চলে। রাস্তায় ছিনতাইকারির উপদ্রবও আছে। বিশেষ করে টয়লেটের বিশেষ কষ্ট হচ্ছে তাদের।
মহাসড়কে যানযটের কারণে ঢাকা থেকে চট্রগ্রামগামী গাড়িগুলোকে কুমিল্লার লাকসাম দিয়ে নোয়াখালী হয়ে ফেনীতে আসতে দেখা যাচ্ছে। অপরদিকে, চট্রগ্রাম থেকে ঢাকাগামী গাড়িগুলোকেও চট্রগ্রামের বারাইয়ার হাট থেকে শুভপুর হয়ে ফেনীতে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই কারণে ফেনী শহরেও ব্যাপক যানযটের সৃষ্টি হচ্ছে।
এদিকে ফেনীর ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক জানায়, ওভারপাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত যানযট কোন ভাবেই বন্ধ করা সম্ভব নয়। তবে পুলিশ যানযট নরসনে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার