টাঙ্গাইলের সখীপুরে চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধাকারে আচ্ছন্ন হয়ে আছে দশ গ্রামের মানুষ। উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া পূর্বপাড়া, নাটমন্দির পাড়া, বাইটকা, পাটজাক, রামখালি, কাজী পাড়া, মওলানা পাড়া, ঝিনিয়া ও বংশীনগর গ্রাম বিদ্যুৎবিহীন রয়েছে। ফলে বাসা ও দোকানের সহস্রাধিক ফ্রিজের মালামাল নষ্ট হয়ে গেছে, বন্ধ রয়েছে পানি তুলার মোটর, টেলিভিশন, মোবাইল। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায়ও ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের কারষে পিডিবি'র বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে এই সব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ বিভাগের লোকজন এ ঘটনা পরিদর্শন করলেও আজ (রবিবার) চার দিন ধরে বিদ্যুৎ নেই বলে এলাকাবাসী জানায়। ফলে চরম ভোগান্তিতে রয়েছেন তারা।
নাটমন্দির পাড়ার নাজমুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়, আরতো ঝড় হয়েছে। চার দিন ধরে বিদ্যুৎ নেই, কবে আসবে তা কেউ বলতে পারবেনা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সখীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মো. জামাত আলী আকন্দ বলেন, বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙ্গে গেছে যে কারণে বিদ্যুৎ সংযোগ দিতে পারছিনা। আগামীকাল (সোমবার) খুঁটি লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে পারবো বলে আশা করছি।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/হিমেল