বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক বাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে গোপালনগরের দেউড়িয়া গ্রামের শামছুল হকের ছেলে। আজ ধুনট থানা থেকে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, ইউপি সদস্য ফজলুল হক বাবুর বিরুদ্ধে বগুড়ার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানামূলে শনিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার