আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। বিএনপি এলে খেলা হবে নির্বাচনের মাঠে, না এলে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।
আজ ফেনীর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশকে ধবংস করার ষড়যন্ত্র করছিল। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ দেখে তাদের মাথা ঘুরে গেছে। জেলার স্বাস্থ্য খাতের ব্যাপারে তিনি বলেন, শিগগিরই জেলার স্বাস্থ্যখাতের সব সমস্যার সমাধান করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা প্রমুখ।
বিকালে তিনি ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীতকরণ কাজের ও ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার