নোয়খালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি সন্ত্রাসী সুমন এবং তার সহযোগী খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসী। একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ দুপুরে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত ১০ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ রবিন নামে দু’জনকে কুপিয়ে ও গুলি হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার এখলাসপুরের ভিআইপি রোডে এ ঘটনা ঘটে। নিহত দু'জন সম্পর্কে চাচা-ভাতিজা ছিল। এ ঘটনায় সুমনকে আসামি করে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার