নরসিংদীর রায়পুরায় কৃষক হানিফ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। আজ দুপুরে রায়পুরার ধুকুন্দি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী আওলাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্ত্তী মাসুদের সাথে দ্বন্দ্ব ছিল। এনিয়ে নিহত হানিফ ভূইয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয় এবং মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। হত্যাকান্ডের আগের দিন সন্ধ্যায় মামলার আসামিরা চাচারবাগ বাজারে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। পর দিন সকালেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে। হত্যাকান্ডের সময় সিসি টিভির ফুটেজে তা ধরা পরে। এঘটনায় রায়পুরা থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু হত্যাকান্ডের দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করেনি।
তিনি বলেন,হত্যার সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও মামলার তদন্ত ও আসামি গ্রেফতার নিয়ে গড়িমসি করছেন পুলিশ। আমাদের ধারনা আসামিরা পুলিশের সাথে যোগসাজেস করে হত্যার বিভিন্ন আলামত নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে আসামিরা হত্যামামলা তুলে নিতে আমার পরিবারকে নানান ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। নয়তো আমার ভাইয়ের মতো আমাদেরকেও মেরে ফেলবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে হ্যতাকারীদের দ্রুত গ্রেফতার ও সুবিচারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইদ্দিস আলী, মোহাম্মদ তাজুল ইসলাম, নিহতের ভাই মোস্তফা ভূইয়া, আওলাদ হোসেন, নিহতের স্ত্রী সন্তান সহ পরিবারের লোকজন।
হত্যাপ্রসঙ্গে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলেয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তথ্য প্রমাণ না পাওয়ায় আসামিদের গ্রেফতার করা যাচ্ছেনা। অধিকতর তদন্তে পুলিশ কাজ করছে। তবে আসামি গ্রেফতারে পুলিশের গাফিলতির বিষয়টি অস্বীকার করেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসষ্ট্যান্ড নামক স্থানে কৃষক হানিফ ভূইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/হিমেল