নোয়াখালীতে গরম তেল দিয়ে প্রতিবন্ধী স্বামীর শরীর ঝলসে দেয়ার ঘটনার ১১ দিন পর অবশেষে আজ রবিবার দু'সন্তানের জনক শহীদ উল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের মিজি বাড়ির আহমদ মিয়ার প্রতিবন্ধী অন্ধ ছেলে শহীদ উল্লা তার ইটালি প্রবাসী ভাই থেকে কিছু টাকা পায়।
টাকাগুলো তার স্ত্রী কুলসুম বেগম কর্জ হিসেবে তার পিতা আবুল হোসেনকে দেয়ার জন্য বলে। কিন্তু এতে শহীদ উল্লা একমত না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝড়গা হয়। এ ঘটনার জের ধরে গত ৩ মে বৃহস্প্রতিবার সকাল ১১টায় স্ত্রী ৩ কেজি তেল গরম করে শহীদ উল্লার শরীরে নিক্ষেপ করে এবং তাৎক্ষণিক দৌঁড়ে পাশবর্তী তার বাবার বাড়িতে চলে যায়। গরম তেলে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসী তাকে প্রথমে নোয়াখালী জেনারেলে হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা মৃত্যুর বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার